আপনি কি ঘরে বসেই বিনা পুজিতে অনলাইনে বইয়ের ব্যবসা করতে আগ্রহী ? তাহলে বিস্তারিত জেনে নিন।
অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বইয়ের ব্যবসা করছেন। আপনাদের কেউ হয়ত স্টুডেন্ট, কেউ চাকরিজীবি আবার কেউ বা ঘরে বসেই করেন ফ্রিল্যান্সিং। এগুলোর পাশাপাশি অনলাইনে একটি বুকশপ দিয়ে বইয়ের ব্যবসা করারও একটু সময় বের করছেন।
কিন্তু! সমস্যা বেঁধে যায় বইগুলো পাইকারি দামে পেতে হলে আপনার মূল্যবান সময় ব্যয় করে নীলক্ষেত বা বাংলাবাজার যেতে হয়। অর্ডার আসার পর বইগুলো কালেক্ট করা, সেগুলো এনে প্যাকেট করা, কুরিয়ারের কাছে হ্যান্ডওভার করা, মোটা অংকের ইনভেস্ট করা সব মিলিয়ে কাজগুলো অনেক কঠিন হয়ে যায়। তারচেয়েও বড় যে প্রবলেম হয়- সেটা হচ্ছে সময়। কারণ এতগুলো কাজ করতে প্রয়োজন অনেক সময়ের, যেটা স্টুডেন্ট লাইফে বা কর্মজীবনে সম্ভব না। তাছাড়া কষ্টটাও তো অনেক বেশি তাইনা? সারাদিন পড়াশুনা বা চাকরি করে কি আর ব্যবসা করার এনার্জি থাকে? তাই হয়ত ব্যবসাটা আর এগিয়ে নেয়া সম্ভব হয়না। হাল ছেড়ে দেন খুব দ্রুতই।
হাল ছাড়ার কোন কারণ নেই! আপনার জন্য একটি সুখবর আছে! আপনার ব্যবসাটাকে আরেকটু স্মার্ট ও সহজ করার জন্যই আমরা এক ধরণের সার্ভিস নিয়ে এসেছি। আপনার প্রতিষ্ঠানের যে অর্ডারগুলো আসবে সেগুলোর বই কালেক্ট করা, প্যাকেট করা, এবং কুরিয়ারে পৌঁছে দেয়া এসকল কাজ আমরাই করে দিব। ব্যান্ডিংও হবে আপনার প্রতিষ্ঠানের। এতে করে আপনি শুধু ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ব্যবসাটা রানিং রাখতে পারবেন। আপনার সময়ও বেঁচে যাবে কষ্টও হবে না। যে সময়টুকু এসকল কাজ করে ব্যয় হত সেই সময়টুকু দিয়ে আপনার ব্যবসার অন্যান্য প্লান করে ব্যবসাকে আরো সাজিয়ে এবং গুছিয়ে নিতে পারবেন।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ওয়াটসঅ্যাপ নাম্বারে: ☎ +8801626118758
FAQ - যে সব প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে!
কোন প্রকার রেজিষ্ট্রেশন ফি আছে?
আমাদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে কোন প্রকার ফি দিতে হবে না। এবং হিডেন কোন চার্জও নেয়।
আমি কি দেশের যে কোন প্রান্ত থেকেই ব্যবসা করতে পারবো?
জ্বি! আপনি দেশের যে কোন প্রান্ত থেকেই আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। পাশাপাশি যে কোন পেশায় থেকেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।
শপের অর্ডারগুলো কীভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিব?
আপনার যে অর্ডারগুলো আসবে সেগুলো আমাদের ওয়েবসাইটে সাবমিট করলে আমরাই বই কালেক্ট করে প্যাকেট করে কুরিয়ারের কাছে দিয়ে দিব । যেমনটা বাংলাবাজার আপনি বা আপনার কোন প্রতিনিধি থাকলে করে দিতো সেরকম।
অর্ডারগুলো কোন নামে গ্রাহকের পাছে পৌছানো হবে?
আপনি যে অর্ডারগুলো সাবমিট করবেন সেগুলো আপনার শপের নামেই বুকিং করা হবে৷ অর্থাৎ প্রেরক হিসেবে আপনার শপের নাম থাকবে।
বইয়ের পেমেন্ট করবো কীভাবে?
আমাদের ওয়েবসাইটে অর্ডার সাবমিট করার সময়ই পেমেন্ট করে দিতে হবে৷ বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের মাধ্যমে অর্ডারের পেমেন্ট গ্রহণ করা হবে। আপনার অর্ডার পেইড হলেই অর্ডারের বই কালেকশন এবং প্যাকেজিং এর কাজ শুরু হবে।
অর্ডারগুলো কোন নামে গ্রাহকের পাছে পৌছানো হবে?
আপনি যে অর্ডারগুলো সাবমিট করবেন সেগুলো আপনার শপের নামেই বুকিং করা হবে৷ অর্থাৎ প্রেরক হিসেবে আপনার শপের নাম থাকবে।
পার্সেল যদি রিটার্ন আসে সেক্ষেত্রে কী করা হবে?
আমরা যেহেতু থার্ডপার্টি হিসেবে আপনার শপের অর্ডারগুলো শুধু প্রসেস করে দিব। এখানে ইনভেস্ট করা, কাস্টমারের সাথে কমিউনিকেশন করা ইত্যাদি এগুলো আপনার দায়িত্ব। তেমনি রিটার্ন পার্সেলের দায়িত্বও আপনার থাকবে। কারণ বই কিনে আনার পর সেই বই প্রকাশনী ফেরত নেয় না। তাই রিটার্ন আসলে সেগুলো আপনারই দায়িত্বে থাকবে। রিটার্ন পার্সেলের কোন প্রকার টাকা ব্যাক করার সুযোগ নেয়। তবে সেই একই রকম বই যদি অন্য কোন সময় অর্ডার আসে এবং আমাদের যদি আপনি বলে দেন যে এই অর্ডারে রিটার্ন আসা বইগুলো দিয়ে দিতে সেটা আমরা করে দিব ইনশাআল্লাহ।
গ্রাহককে ক্যাশঅন ডেলিভারি দেয়ার সিস্টেম কী?
আপনি চাইলে আপনার গ্রাহককে ক্যাশঅনে দিতে পারেন। যেহেতু ব্যবসা আপনার তাই সিদ্ধান্তও আপনার।
ওয়েবসাইটে প্রোডাক্ট মিসিং থাকলে?
অর্ডার করতে গিয়ে যদি দেখা যায় প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে এড করা নেই সেক্ষেত্রে আমাদের ওয়াটসাপ নাম্বারে যোগাযোগ করলে দ্রুত উক্ত প্রোডাক্ট ওয়েবসাইটে যুক্ত করে দিব।
স্টক আউট ইস্যু
কোন প্রোডাক্ট অর্ডার হওয়ার পর প্রকাশনী যদি জানায় যে প্রোডাক্টি স্টক আউট তখন সেলারকে জানানো হবে, সেই প্রোডাক্ট ছাড়া অন্যগুলো পাঠিয়ে দেয়া হবে নাকি সেটার জন্য অপেক্ষা করতে হবে৷
প্রাইজিং ইরোর
ওয়েবসাইটে দেয়া প্রোডাক্টের যে মূল্য রয়েছে অনেক সময় এমন হতে পারে প্রোডাক্ট পার্সেস করতে গিয়ে দেখা যায় নতুন এডিশনে সেটার মূল্য বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে প্রোডাক্টের বৃদ্ধিকরা মূলই একজন সেলারকে পরিশোধ করতে হবে। এছাড়া কোন ত্রুটির কারণেও যদি দেখা যায় মূল্য ওয়েবসাইটে কম কিন্তু প্রকৃতপক্ষে প্রোডাক্টির মূল্য ওয়েবসাইটে দেখানো মূল্যের থেকে বেশি তাহলে বই আনার পর প্রকৃত মূল্যই পরিশোধ করতে হবে।
আমাদের সার্ভিস নিতে ইচ্ছুক এমন প্রতিটি সেলারকে অবশ্যই আগে রেজিষ্ট্রেশন করে নিতে হবে ওয়েবসাইটে। এরপর নিচের WhatsApp এ ম্যাসেজ করে কোন ধরণের সেবা নিতে আগ্রহী সেগুলো কথা বলে ঠিক করতে হবে।